About Us
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) অনুমোদিত ইনস্টিটিউট অব রয়েল মেরিন একাডেমী সর্ববৃহৎ প্রাইভেট পলিটেকনিক (Private Polytechnic)। প্রযুক্তির দ্রুত বিস্তারের সাথে মানসম্মত শিক্ষার সমন্বয় না ঘটলে দক্ষ মানবসম্পদ গড়ে উঠে না। আর দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার (Technical Education) গুরুত্ব অনেক। সময়ের বিবর্তন আর প্রযুক্তির উন্নয়নে বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার (Technical Education) চাহিদা বাড়ছে। ইনস্টিটিউট অব রয়েল মেরিন একাডেমী সেই চাহিদা পূরণে সচেষ্ট। আন্তরিক চেষ্টা ও দৃঢ় মনোবল নিয়ে ২০০৮ সালের জুন মাসে মাত্র ১টি টেকনোলজি নিয়ে যাত্রা শুরু করে ইনস্টিটিউট অব রয়েলমেরিন একাডেমী । প্রতিষ্ঠার প্রথম বছরেই অনুমোদিত আসন সংখ্যার সবকটি আসনেই শিক্ষার্থী ভর্তি করতে সক্ষম হয়। শুরুর চ্যালেঞ্জ মোকাবেলা করে ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে থেকে আরও নতুন নতুন টেকনোলজি চালু করার মাধ্যমে অনেক বেশি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পায় প্রাইভেট এই পলিটেকনিক (Technical Education)। বর্তমানে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এসে ৪ টি টেকনোলজিতে ২০০ টি আসনে শিক্ষার্থী ভর্তির কার্য্ক্রম পরিচালিত হচ্ছে।